মিরপুর পীরের বাগ আল মোবারক মসজিদের সামনে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতের অন্তত ১৬ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা যায়। কয়েকজনকে মসজিদের মধ্যে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও বর্তমানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।
ডিএমপির মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান গণমাধ্যমে জানান, মাগরিবের নামাজের পর জামায়াত ইসলামী ও বিএনপির দুই গ্রুপের মধ্যে ভোটারদের এনআইডি কার্ডের তথ্য সংগ্রহ ও স্লোগান দেওয়া নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে।। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
এদিকে মিরপুরের জামায়াত নেতা রাকিবুল ইসলাম গণমাধ্যমে জানান, মিরপুর আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় মহিলা জামায়াতের বৈঠক চলছিল। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেই বাসায় জামায়াতের নারী নেত্রীদের বিকেল তিনটা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত আটকে রেখে নির্যাতন করে। পরে তাদের উদ্ধার করতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা এগিয়ে আসলে তাদের ওপর হামলা করে বিএনপির সন্ত্রাসীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় নারী নেতাকর্মীদের উদ্ধার করা হয়।