ভালোবাসা, পরিশ্রম ও সাফল্যের এক সুন্দর সমন্বয়
প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ৩:২২:৩৩
বন্ধুত্ব থেকে প্রেম, এরপর বিয়ে সব শেষে একই সঙ্গে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় কৃতকার্য হয়ে নতুন দৃষ্টান্ত গড়েছেন তরুণ দম্পতি তাসনিম রহমান ও রাশেদুল হক। তারা এবার ৪৩তম বিসিএসে প্রশাসন ও শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এই সফলতা শুধু ব্যক্তিগত নয়, সমাজে একটি উদাহরণ হয়ে উঠেছে ভালোবাসা, অধ্যবসায় আর পারস্পরিক সহযোগিতা থাকলে সাফল্য সম্ভব।
সফরের শুরু বিশ্ববিদ্যালয় জীবন থেকে
তাদের পরিচয় শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। প্রথমে ছিল সহপাঠী হিসেবে আলাপ, পরে গড়ে ওঠে বন্ধুত্ব। এরপর প্রেম, অবশেষে বিয়ে।
তাদের মতে,
আমরা পড়াশোনার সময় থেকেই একে অপরকে সহায়তা করতাম। লক্ষ্য ছিল একসঙ্গে বিসিএসে সফল হওয়া।
চলেছে একসঙ্গে প্রস্তুতি, একসঙ্গে লড়াই
বিয়ের পর প্রস্তুতি নিয়েছেন এক ছাদের নিচে থেকে, নিয়ম করে পড়াশোনা করেছেন। সকালে পরিকল্পনা, বিকেলে রিভিশন, আর রাতে আলোচনা—তাদের সাফল্যের পেছনে ছিল পরিকল্পিত অধ্যবসায় ও সমর্থন।
তাসনিম বলেন,
ওর সাহস না পেলে আমি হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না।
রাশেদুল বলেন,
সাফল্য শুধু নিজের হলে আনন্দ কম, কিন্তু যখন প্রিয় মানুষও একই সঙ্গে সফল হয়, সেটা জীবনের সেরা পাওয়া।
দৃষ্টান্ত গড়েছে এই জুটি
সাধারণত বিসিএসে দম্পতির একসঙ্গে উত্তীর্ণ হওয়ার ঘটনা খুব বেশি দেখা যায় না। তারা এখন সমাজে অনুপ্রেরণার নাম। অনেক তরুণ-তরুণী তাদের উদাহরণ মানছে, বিশেষ করে যারা একসঙ্গে জীবন ও ক্যারিয়ার গড়তে চায়।
পরিকল্পনা ভবিষ্যতের
তারা জানিয়েছেন, দায়িত্বপূর্ণ ও জনসেবামূলক মনোভাব নিয়েই ক্যাডার জীবন শুরু করতে চান।
তাসনিম বলেন, “এই দেশ আমাদের অনেক দিয়েছে, এবার দেশের জন্য কাজ করার পালা।”