এন মোহাম্মাদ গ্রুপের বহুল প্রত্যাশিত ডিলার কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের অভিজাত সি প্যালেস কনভেনশন হলে বুধবার (১৪ জানুয়ারি) জাঁকজমকভাবে এ সম্মেলনের আয়োজন করা হয়।
‘এন মোহাম্মাদ সম্ভাবনার নতুন বিশ্বাসে’ শিরোনামে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের সব জেলা থেকে আগত প্রায় ৪৫০ জন ডিলার ও করপোরেট অতিথি অংশগ্রহণ করেন। এই সম্মেলনের মূল আকর্ষণ ছিল ২০২৫ সালের সারা বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ডিলারদের স্বীকৃতি প্রদান।
মোট তিনটি ক্যাটেগরিতে ৩৩৭ জন ডিলারকে সম্মাননা হিসেবে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ২০২৫ মডেলের এলিওন গাড়ি, রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও গোল্ড বার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মাদ মঞ্জুরুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ নজরুল হক, প্রধান পরিচালন কর্মকর্তা অহেদুজ্জামান মাসুদ, প্রধান অর্থ কর্মকর্তা ফরমান তৈয়ব ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মুস্তাক। তারা ডিলারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ লক্ষ্য ও ব্যবসায়িক দিক-নির্দেশনা তুলে ধরেন।
দুই দিনব্যাপী এ সম্মেলনে ছিল ব্যবসায়িক আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেটওয়ার্কিং সেশন। পুরো আয়োজনটি ডিলারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং এন মোহাম্মাদ পরিবারের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সম্পর্ককে আরও সুদৃঢ় করে তোলে।