ঢাকার সিএমএম আদালতে উপচেপড়া ভিড়, ইউটিউবার-টিকটকারদের জমায়েত
প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৫, ৫:৪৬:২৩
সোমবার দুপুরে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। সকাল থেকেই ইউটিউবার, টিকটকার ও গণমাধ্যমকর্মীরা আদালত চত্বরে ভিড় জমাতে থাকেন। দুপুর একটার দিকে সিআইডি তাঁকে মাইক্রোবাসে করে আদালতের হাজতখানায় আনে। বিকেল তিনটার দিকে তাঁকে পুলিশ হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিহিত অবস্থায় কাঠগড়ায় দাঁড় করানো হয়।
আদালত কক্ষে উপচেপড়া ভিড়ের মধ্যেই রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জানান, তৌহিদ আফ্রিদি আসাদুল হক হত্যা মামলার এজাহারনামীয় আসামি এবং তৎকালীন আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ভিডিও বানিয়ে ছাত্র-জনতাকে ভয়ভীতি প্রদর্শন করেছিলেন। এ অভিযোগের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ড আবেদন করে।
তবে তৌহিদ আফ্রিদির আইনজীবীরা দাবি করেন, তিনি রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট নন এবং ভুলবশত মামলায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা জামিন আবেদন করেন এবং স্বাস্থ্যগত কারণে রিমান্ড বাতিলের আবেদন জানান।
প্রায় আধঘণ্টা শুনানি শেষে আদালত তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাঁকে পুনরায় হাজতখানায় নেওয়া হয় এবং পরে সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বের করে নিয়ে যায়। গত রোববার বরিশালের বাংলাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীও একই মামলায় কারাগারে আছেন।