প্রকাশিত :
২৮ আগস্ট ২০২৫, ৫:৪৯:৩৫
তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে সমাবেশ শেষে শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার সারা দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ‘কমপ্লিট শাটডাউন’।
এর আগে বুধবার দুপুরে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র উদ্দেশে যাত্রা করলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ বাধা দেয়। এ সময় লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
পরে আহতদের নিয়ে বিকেলে আবার শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হবে।
তবে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি মো. ওয়ালী উল্লাহ বলেন, ‘‘আমাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণের দুর্ভোগ এড়াতে কর্মসূচি পরিকল্পিতভাবে দেওয়া হচ্ছে।’’
শিক্ষার্থীদের দাবিগুলো হলো ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে না দেওয়া, তাঁদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।
আন্দোলনকারীদের দাবি, পুলিশের হামলায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিক্ষিপ্ত ইটপাটকেলে পুলিশের আট সদস্য আহত হয়েছেন।