“মার্চ–টু–এনবিআর” কর্মসূচিতে রাজস্ব অফিসে অচলাবস্থা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে আজ (২৮ জুন) দেশের সব আয়কর, কাস্টমস ও ভ্যাট অফিসে ‘মার্চ–টু–এনবিআর’ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে লাগাতার ‘কমপ্লিট শাটডাউনে’ রাজস্ব সংগ্রহ প্রায় জট, এনবিআরের প্রধান কার্যালয়েও সিলিন্ডার নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। যদিও অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা বৈঠক ও সিদ্ধান্ত নিয়ে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।