দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিন দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের
শাহবাগ থেকে কর্মসূচি ঘোষণার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বন্ধ সব ক্লাস ও পরীক্ষা, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীরাও রয়েছেন
প্রকাশিত :
২৮ আগস্ট ২০২৫, ৯:৫৫:০৭
প্রকৌশল অধিকার আন্দোলনের আওতায় শিক্ষার্থীরা বুধবার (২৭ আগস্ট) রাতের সংবাদ সম্মেলনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।
গত মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে তারা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। বুধবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে, লাঠিপেটার ঘটনা ঘটায়। এতে অনেক শিক্ষার্থী আহত হন।
পুলিশের লাঠিপেটার পর বিকাল সাড়ে ৫টার দিকে আবারও শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টার পর তারা শাহবাগ মোড় ত্যাগ করেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, তিন দফা দাবির পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে।