শুক্রবারের মতো আজও বন্ধ সব ক্লাস ও পরীক্ষা, শিক্ষার্থীরা জানালেন পুলিশি হামলার প্রতিবাদে ও দাবির পক্ষে আন্দোলন চলবে
প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৫, ৬:১৯:৩৬
তিন দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় বুয়েট ক্যাম্পাস ঘুরে দেখা যায়, কোথাও শিক্ষার্থীদের উপস্থিতি নেই। তবে কিছু শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়মিত কাজে এসেছেন।
যন্ত্রপ্রকৌশল ভবনের নিরাপত্তারক্ষী মাসুদ রানা জানান, ‘‘পরীক্ষা বন্ধ আছে, স্টুডেন্টরাও আসেনি।’’ যদিও বিচ্ছিন্নভাবে দু–একজন শিক্ষার্থী গবেষণাসংক্রান্ত কাজে ক্যাম্পাসে এসেছেন।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, ‘
আমাদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং চলমান কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বুয়েট ক্যাম্পাসে দেয়াললিখন ও গ্রাফিতি আঁকব।
প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে গত বুধবার রাতে শিক্ষার্থীরা সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণার পর থেকে বুয়েটের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো
১. নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা।
২. দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন এই ব্যবস্থায় উচ্চ ডিগ্রিধারীদেরও আবেদন করার সুযোগ রাখা।
৩. শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীরাই যেন ‘প্রকৌশলী (ইঞ্জিনিয়ার)’ উপাধি ব্যবহার করতে পারেন।
উল্লেখ্য, গত বুধবার শিক্ষার্থীরা শাহবাগে প্রধান উপদেষ্টার বাসভবনমুখী মিছিল করলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। তখন লাঠিপেটার ঘটনাও ঘটে এবং অনেকে আহত হন।