সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
| ১৮ কার্তিক ১৪৩২
চার থেকে ছয় সপ্তাহে সেরে উঠতে পারে ভাঙা হাড়, চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি
নাগরিক ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের ব্রিফিংয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, নুরুল হক নুর আগের তুলনায় অনেকটা সুস্থ। তার নাক ও চোয়ালের ভাঙা হাড় সম্পূর্ণ সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবার খাচ্ছেন, তবে খাওয়ার সময় কিছুটা ব্যথা পাচ্ছেন।
পরিচালক আরও জানান, নুরের চোখে জমাট বাঁধা রক্ত ঠিক হতে ১ থেকে ২ সপ্তাহ লাগবে। আঘাতের পর নাকে জমে থাকা কিছু রক্ত শ্বাসনালিতে গিয়ে কাশির সঙ্গে বের হয়েছে, তবে এতে কোনো ঝুঁকি নেই। বিভাগীয় প্রধানরা নিয়মিত তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।