প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর হাতে খাবার ও শিক্ষা উপকরণ তুলে দিয়েছে আলোকিত সমাজ গড়ে তোলার জন্য কাজ করে যাওয়া আলোর প্রদীপ যুব সংঠন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় বগুড়ার সোনাতলা উপজেলার রানীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেয় সংগঠনটি।
জামিল আখতার বীণু পুষ্টি সহায়তা প্রকল্পের আওতায় দেওয়া খাবার ও উপকরণের মধ্যে ছিল- কলা, বিস্কুট, আপেল এবং খাতা কলম।
বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশ্য কথা বলেন, আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল ও রানীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মালিহা নুরে জান্নাত দৃষ্টি, তথ্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুমাইয়া ইয়াসমিন স্মর্ণা, সদস্য শাহাদত হোসেন, রনি মিয়াঁ, রানীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফি আহম্মেদ, জান্নাতুল ফেরদৌস, নুসরাত জাহান, পলি আক্তারসহ স্থানীয় পুটু মিয়াঁ, নেওয়াজ মোর্শেদ নাছিরসহ প্রমুখ।
উল্লেখ্য, আলোর প্রদীপ ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করলেও ২০১৩ সালে পুষ্টি প্রকল্প চালুর মধ্যে দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ এবং সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টির চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে।