তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে নওগাঁর প্রাথমিক বিদ্যালয়গুলোতে।
রোববার (৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষাকরা এসেম্বলি ও নাম প্রেজেন্ট করে তাদের শিক্ষকরুমে অবস্থান নিয়েছেন। নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও একই চিত্র দেখা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, ১০ম গ্রেডে উন্নিতকরণসহ শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে বিদ্যালয়টির ১০ জন শিক্ষক উপস্থিত হয়ে তারা কর্মবিরতি পালন করছেন। তবে তারা তাদের সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা না পেয়ে কেন্দ্রীয় নির্দেশনায় কর্মবিরতি পালন করছেন। এই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২৬৭ শিক্ষার্থী পাঠগ্রহণ করে থাকে।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানিয়েছেন, পাঠদান কর্মসূচি অনুযায়ী শিক্ষকদের ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলায় মোট এক হাজার ৩৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আট হাজার ৫০০ শিক্ষক কর্মরত আছেন। যদি আন্দোলনের নামে কোনো শিক্ষক বা কর্মকর্তা শ্রণি কক্ষে পাঠদান বন্ধ রাখে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।