‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’ এই স্লোগানে নওগাঁয় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয় ও আইডিইবির পতাকা উত্তোলন, ফেষ্টুন উড়ানো, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন।
এ সময় নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন, সংগঠনটি সভাপতি এ কে এম নাজমুল আলম, সাধারণ সম্পাদক মো. ফেরাউল ইসলামসহ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।