বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে নওগাঁ জেলা শহরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম ধলুর নির্দেশে এই কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বাজার, গ্রাম ও মহল্লায় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও জনগণের ভোটাধিকার হরণ থেকে দেশকে রক্ষা করতে হলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। ৩১ দফার মধ্যে রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিতকরণসহ বহু গুরুত্বপূর্ণ বিষয়।
তারা আরও বলেন, বিএনপি বিশ্বাস করে এই ৩১ দফা বাস্তবায়নই পারে একটি আধুনিক, গণতান্ত্রিক ও জনমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে। তাই দেশব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে বিএনপি জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানান স্থানীয় নেতারা। তারা বলেন, ধানের শীষের পক্ষে জনমত দিন দিন শক্তিশালী হচ্ছে এবং মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় রয়েছে।
মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম ধলু বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়া নয়, বরং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, রাষ্ট্রযন্ত্রকে জনগণের সেবায় নিয়োজিত করা এবং একটি সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়া। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সেই লক্ষ্য বাস্তবায়নের রূপরেখা।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ পৌর বিএনপি, থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।