আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মাঠে নামলে প্রাণ নিয়ে ফিরতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রোববার (৯ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় রাশেদ খান বলেন, সংবিধান আমাদের আন্দোলন করার অনুমতি দিয়েছে। কেউ আন্দোলন করতে চাইলে করুক, সমস্যা নেই। যেহেতু আলোচনা চলছে, এই সরকার আমাদের সরকার, আন্দোলনটা আসলে কার বিরুদ্ধে? আলোচনার মাধ্যমেই সকল সমস্যার সমাধান হওয়া দরকার। বিশেষ করে গণভোটকে কেন্দ্র করে যে মতপার্থক্য তৈরি হয়েছে। মাত্র তিনমাস সময় আছে। এই সময়ের মধ্যে দুইটা নির্বাচন সম্ভব নয়।
জামায়াতে ইসলামীসহ আটটি দলের প্রতি অনুরোধ করে তিনি বলেন, আপনাদের বুঝতে হবে, এখন নির্বাচনি পরিবেশ তৈরি করার সময়। সেদিকে আপনারা মনোযোগ দেন। যদি সুন্দর পরিবেশে জনগণের ভোটে জামায়াত ক্ষমতায় যায়, তাতে সমস্যা কী? বিএনপি বা গণঅধিকার পরিষদকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় নিলে আমাদের কোনো আপত্তি নেই।
আগামী ১৩ নভেম্বর ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো। রাশেদ খান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তারা আগেও মাঠে নামার ঘোষণা দিয়েছিল। কোনো কাজ হয়নি। আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে। দিল্লির সেবাদাসী শেখ হাসিনার ফাঁদে পা দিযে রাজপথে নামার চেষ্টা করেন। কারও পিঠের চামড়া থাকবে না। আপনারা ১৩ তারিখে কোনো নেতাকর্মী মাঠে নামলে প্রাণ নিয়ে ফিরতে পারবেন না।’