ঝালকাঠির বিভিন্ন সড়কের বৈদ্যুতিক খুটিতে মাকড়সার জালের মতো ঝুলছে বিভিন্ন ধরনের তার। এতে অন্যান্য ইন্টারনেট, ডিস, সিসি ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। অনেকে আবার লোহার এঙ্গেল বনিয়ে তার দিয়েছে রাস্তার মধ্যে। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ খুঁটি কিংবা বিদ্যুৎ লাইনসহ পদে পদে অব্যস্থাপনা ঝালকাঠি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সরবরাহ ব্যবস্থায়। তাই যেকোন সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
ঝালকাঠি ওজোপাডিকোর আওতায় ২৫ হাজার গ্রাহক রয়েছে। চাহিদা রয়েছে মোট ৯টি ফিডারে জেলা শহর ও আশপাশে ১১ মেগাওয়ার্ড বিদ্যুতের।
ঘন ঘন লোডশেডিং, আর ঝড়-বর্ষায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পাওয়া যায় না বিদ্যুতের দেখা। এ চিত্র ওজোপাডিকোর ঝালকাঠি সাব-স্টেশনের। আশির দশকে যাত্রা করা এ স্টেশন দিয়েই জেলা শহরের বিদ্যুৎ সরবরাহ হয়। সনাতনী যন্ত্রপাতির সঙ্গে সঞ্চান লাইন ও অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটিও নড়বড়ে হয়ে পড়েছে। ফলে সামান্য বৈরী আবহাওয়ায় বিদ্যুৎহীন থাকতে হয় লক্ষাধিক মানুষকে।
আর মেরামতের নামে সকাল-সন্ধ্যা সংযোগ বন্ধ করে রাখা হয় বলেও অভিযোগ গ্রাহকদের। এছাড়াও বৈদ্যুতিক খুঁটিতে মাকড়সার জালের মতো প্যাঁচানো তার, বিল্ডিংয়ের মধ্যে দিয়ে লাইন যাওয়া লোহার এঙ্গেল দিয়ে তার রাস্তার মধ্যে দেওয়াকে চরম ঝুঁকিপূর্ণ মনে করছেন স্থানীয়রা।
ঝালকাঠি ওজোপাডিকোর নিবার্হী প্রকৌশলী মতিউর রহমান জানান, ক্ষতিগ্রস্ত খুঁটির মেরামত চলছে। এছাড়া জানমালের নিরাপত্তার জন্যই তারে এঙ্গেল বসানো হচ্ছে।