শেরপুর-১ (সদর) আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম মাসুদকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ মিছিল করেছেন তার কর্মী সমর্থকেরা।
রোববার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও রঘুনাথ বাজারের বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিকেল সাড়ে তিনটা থেকে শেরপুর-১ আসনে মনোনয়নবঞ্চিত শফিকুল ইসলাম মাসুদের কর্মী, সমর্থকরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের রঘুনাথ বাজারে জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হন।
এ সময় অবিলম্বে বিএনপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও দলীয় মনোনিত প্রার্থী ডা. সানসিলা জেবরিন পিয়াঙ্কার মনোনয়ন প্রত্যাহার করে ও শফিকুল ইসলাম মাসুদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা।