বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নারিকেল গাছে ওঠার পরই বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েছিলেন আব্দুল মান্নান (৫৮) নামের এক শ্রমিক। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় তাকে জীবিত উদ্ধার করা হয়।
আজ রোববার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার টিঅ্যান্ডটি সড়কে সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ খানের বাসভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাসার আঙিনার নারিকেল গাছ বাছাই করতে গাছে ওঠেন মান্নান। গাছের মাথায় উঠেই সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মুহূর্তেই অচেতন অবস্থায় ঝুলে থাকেন গাছের মাথায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল। ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে মান্নানকে উদ্ধার করেন।
আরিফুর রহমান বলেন, ‘আমরা বেলা পৌনে ১২টার দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। তখন মান্নান অচেতন অবস্থায় ছিলেন। পরে দ্রুত নিচে নামিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিয়ে যাই।’
বর্তমানে মান্নান শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
স্থানীয়দের অভিযোগ, গাছের ডালে বহুদিন ধরে ছুঁয়ে ছিল পুরোনো বৈদ্যুতিক তারটি। কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।
বাকেরগঞ্জ বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা জায়গাটি পরিদর্শনে গিয়েছি। ঝুঁকিপূর্ণ তার সরিয়ে ফেলা হচ্ছে।’