১১ দফা দাবিতে ঝালকাঠি পান চাষি সমিতির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শত শত পান চাষি এ বিক্ষোভে অংশ নেন। পরে জেলা প্রশাসক আশরাফুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
এ সময় বাংলাদেশ পান চাষি সমিতি ঝালকাঠি জেলা সভাপতি গৌরাঙ্গ দাসের সভাপতিত্বে জাতীয় কৃষক খেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক আবদুস সাত্তার, বাংলাদেশ পান চাষি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নিমাই মন্ডল, জাতীয় কৃষক খেতমজুর সমিতির সদস্য উপাধ্যক্ষ হারুন অর রশিদ, বাংলাদেশ কৃষক সমিতি ঝালকাঠি জেলা আহ্বায়ক প্রশান্ত দাস হরি বক্তব্য রাখেন।
বিক্ষোভকারীরা জানান, বাজারে পান পাতার দাম কমে যাওয়ায় কৃষকরা লোকসানে পড়েছেন। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পরও ন্যায্য দাম না পাওয়ায় চাষিরা দিশেহারা।
তারা আরও বলেন, আমাদের ১১ দফা দাবি বাস্তবায়ন জরুরি। সরকারিভাবে পান চাষিকে রক্ষায় উদ্যোগ না নিলে পান চাষ বন্ধ হয়ে যেতে পারে, যা স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।