প্রপোশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় জেলা শাখার উদ্যোগে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়। নানা স্লোগান, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত এ মিছিলে দলটির নেতাকর্মী ও সমর্থকসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।
মিছিলটি শহরের চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জুলাই চত্বরে এসে সমবেত হয়। সেখানে জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও-১ আসনের মনোনীত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ঘোষিত গণভোটের নির্দেশনায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একটি মহল পিআর ইস্যুসহ নানা উপায়ে দেশে অস্থিরতা সৃষ্টি করছে। আমাদের নির্বাচনী পোস্টার-ব্যানার ছিঁড়ে নির্বাচন পরিবেশ নষ্ট করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন গণভোট আয়োজনের রাজনৈতিক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে; অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদসহ জেলা ও উপজেলার বিভিন্নস্তরের নেতাকর্মীরা।