মায়ের কোল ছেড়ে হাঁটা শিখেছে শিশু মোহাম্মদ শাম। বাড়ির উঠানেই খেলছিল। কিছুক্ষণের ব্যবধানে উঠানে দেখা যাচ্ছিল না তাকে। হন্যে হয়ে খোঁজ শুরু করে পরিবার। কিন্তু কোথাও নেই ছোট্ট শাম। হঠাৎ চোখ যায় বাড়ির পাশের পুকুরে। দুই বছরের শামের দেহ ভাসছে। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। পুকুর থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে সব শেষ। পানিতে ডুবে মারা যায় ছোট্ট শিশুটি।
ঘটনাটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাকুরচর ঘোনাপাড়া গ্রামের। শিশু শাম ওই এলাকার সোহেল মিয়া ও নার্গিস আক্তারের একমাত্র ছেলে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু রায়হান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই সকালে বাড়ির উঠানে খেলছিল ছোট্ট শাম। হঠাৎ পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায় এবং পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার শুরু হলে প্রতিবেশীরা ছুটে আসেন। তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক আবু রায়হান জানান, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন সে প্রাণহীন ছিল। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।