শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী এলাকায় রাস্তার পাশের ঝোপ থেকে অর্ধগলিত এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে গজনী এলাকার রাস্তার পাশের ঝোপে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। পরে খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, তিন থেকে চার দিন আগে অজ্ঞাত ওই নারীকে হত্যা করে মরদেহটি ঝোপের মধ্যে ফেলে যায় দুর্বৃত্তরা। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় পরিচয় শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমিন বলেন, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পাশে একটি মোবাইল ফোন, একটি চশমা ও একটি হাতঘড়ি উদ্ধার করেছে পুলিশ, যা পরিচয় শনাক্তে সহায়ক হতে পারে।
তিনি আরও জানান, ঘটনাটি রহস্যজনক হওয়ায় পুলিশের একাধিক টিম তদন্তে মাঠে নেমেছে। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ হত্যাকারীদের শনাক্ত করতে মোবাইল ফোন ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে বলেও জানান ওসি।