ভারতে পাচারের শিকার ৩০ কিশোর কিশোরী বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত এসেছে।
আজ বুধবার ( ১৯অক্টোবর) বিকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের মধ্যে কিশোর ১৯ জন ও কিশোরী ১১ জন । ভারতে তাদের দুই বছর কারাদণ্ড ভোগ করতে হয়েছে বলে জানান বেনাপোল পুলিশ।
ফেরত আসা ব্যক্তিরা হলেন– চুয়াডাঙ্গা জেলার ধলু মন্ডল এর ছেলে আলাল মন্ডল (১৫), খুলনা জেলার ইসরাইল শেখ এর ছেলে রমজান শেখ (১৪), রহিম শেখ এর ছেলে ইউসুফ শেখ (১১), লোকনাথ মন্ডল এর ছেলে মলাই মন্ডল (১৩), পবিত্র মন্ডল এর ছেলে সুদিপ্ত মন্ডল (১৫), বাচ্চু গাইন এর ছেলে তামিম গাইন (১৫), এস কে আক্তার এর ছেলে আব্দুলাহ শেখ (১২), আলামুন ইকবাল এর মেয়ে অহনা (২০), নড়াইল জেলার জামাল শেখ এর ছেলে রাজু শেখ (২৭), আনোয়ার মুক্তার এর মেয়ে হিরা খাতুন (১৬), আসলাম শেখ এর মেয়ে রাবেয়া খাতুন (২২), আসলাম শেখ এর মেয়ে ঝরনা খাতুন (১৩), জামির হোসেন এর ছেলে নিজাম উদ্দিন (১৩), মশিয়ার সরদার এর ছেলে সোহেল সরদার (১৭), আনোয়ার মুক্তার এর ছেলে করিমুল খান (১২), সাইদ মল্লিক এর ছেলে সিয়াম মল্লিক (১৩)পিরোজপুর জেলার মতিয়ার রহমান এর ছেলে রমজান গাজী (১৬) ময়মনসিংহ জেলার রুস্তম আলীর ছেলে ইয়াসিন আলী (১৮) যশোর জেলার আরজান মোল্যার ছেলে আরমান মোল্যা (৩৪), শাহাজাহান আলীর মেয়ে শারমিন খাতুন (২২) মিলন ফারাজির মেয়ে মিম খাতুন (১৯),কুড়িগ্রাম জেলার আমজাদ আলীর ছেলে রিফাত হাসান (১৩), দোহান উদ্দিন এর ছেলে আনোয়ার হোসেন (২২), সাতক্ষীরা জেলার স্বাধন মন্ডল এর ছেলে স্বপ্না মন্ডল (১৫), রবিউল এর মেয়ে রুনা খাতুন (১০), জাহাঙীর আলম এর মেয়ে টুম্পা পারভিন (১৬), মেহেরপুর জেলার তুফান শেখ এর ছেলে শাহিন রেজা (১৪), কুমিল্লা জেলার হাবিবুল্লাহ সরদার এর মেয়ে রুবী খাতুন (১৫) ,রংপুর জেলার শামছুল হক এর মেয়ে শামছুন্নাহার (১০), ঠাকুরগাও জেলার আনোয়ার এর ছেলে রাজীব মন্ডল।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন, ‘বিভিন্ন সীমান্ত দিয়ে দালালদের মাধ্যেমে ভারতে পাচার হয়। এরপর ভারতীয় পুলিশের কাছে আটক হয়ে জেল খানায় যায়। এরপর সে দেশের বিভিন্ন বেসরকারী সংস্থা তাদের আদালতের মাধ্যমে ছাড় করিয়ে নিজ নিজ শেল্টার হোমে রাখে। ফেরত আসাদের বেনাপোল পোর্ট থনায় হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরো জানান, পাচার হওয়া কিশোররা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ২৪ পরগনা জেলার ইন্ডিয়ান সোসাইটি শেল্টার হোম, নির্মল হৃদয় নিলয়, নদীয়া বহরামপুর শিলায়ন হোম এস এম এম লিলুয়া হোম, শেলটেক সুকায়ন হোম, সিএন সিপি বয়েজ হোম দিনাজপুর,দুরবাসরাম হোম,বারাসাত কিশালয় চিলড্রেন হোম, জলপাইগুড়ি কোরাক হোম, করিমপুর সোসাইটি ওয়েলফেয়ার নদীয় শেল্টার হোম ছিল।
ফেরত আসাদের ১১ জনকে জাষ্টিস এন্ড কেয়ার রাইটস যশোর ১২ জন এবং বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি ৭ জনকে গ্রহন করেছে।