সিরাজগঞ্জের কামারখন্দে একটি চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কোবাদ শেখ মোড় এলাকায় চিত্রা এক্সপ্রেস ট্রেনে এই পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা হয়েছে। ট্রেনটি ঢাকা থেকে খুলনা অভিমুখে যাত্রা করছিল।
জামতৈল রেলওয়ে স্টেশনমাস্টার আবু হান্নানের জানান, গতকাল রাত ১০টা ৪৫ মিনিটের দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হয়নি। ট্রেনের একটু ক্ষতি হয়েছে। তবে কে বা কারা এটি ছুড়েছে, তা এখনো জানা যায়নি।
সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি বুধবার ঘটলেও বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত কোনো মামলা করেনি কর্তৃপক্ষ।
রেলওয়ে আইনে বা দণ্ডবিধিতে এটি কোন অপরাধের আওতায় পড়বে— প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা রেলওয়ে আইন হবে, না অন্য আইনে হবে, তা বলা যাচ্ছে না। তবে ক্ষয়ক্ষতি হলে বলা যেত।’
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমিও আজকে শুনেছি। কে বা কারা এটি করেছে, সেটি জানা নেই। যেহেতু রেলওয়ের ঘটনা জিআরপি থানা এ বিষয়ে ভালোভাবে বলতে পারবে।
গত কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গণপরিবহনে পেট্রোল বোমা হামলা করে অগ্নিসংযোগ করা হচ্ছে। এমনকি বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটেছে। দুর্বৃত্তরা এসব আইনবিরোধী কর্মকাণ্ড করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বলে মনে করছেন অনেকেই।