ফেনী-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তনের দাবিতে স্থানীয় বিএনপি নেতারা একযোগে লিখিত আবেদন করেছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে করা এই রিভিউ আবেদনে স্বাক্ষর করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন পাটওয়ারী, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ বিভিন্ন নেতারা।
আবেদনে উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দেশ-বিদেশের রাজপথে আন্দোলনে জীবন বাজি রেখে অংশ নিয়েও আমাদের ত্যাগের মূল্যায়ন হয়নি। আমরা আশা করেছিলাম সর্বস্তরে গ্রহণযোগ্য তরুণ নেতাদের মধ্য থেকে কাউকে মনোনয়ন দেবেন, যিনি এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবেন এবং দলকে ঐক্যবদ্ধ রাখবেন।
ভিপি জয়নাল অতীতে তিনবার এমপি ছিলেন কিন্তু জেলার উন্নয়নে তেমন কোন ভূমিকা রাখতে পারেননি। শুধু বড় বড় কথা বলেন! তৃণমূলের মতামত উপেক্ষা করে জয়নাল আবেদীন ভিপিকে প্রাথমিক মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
তাদের অভিযোগ, জয়নাল আবেদীন ভিপি পূর্বে মহাজোট সরকারের স্থানীয় সংসদ সদস্য নিজাম হাজারী ও জাসদের মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি। এমনকি করোনা মহামারী বা বন্যার সময়ও এলাকার মানুষের পাশে দাঁড়াননি।
জেলা বিএনপির সদস্য কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন পাটওয়ারী, সচিব আলাল উদ্দিন আলাল জানান, ত্যাগী ও নির্যাতিত নেতাদের যথাযথ মূল্যায়নের দাবিতেই তারা লিখিত আবেদন করেছেন। দলীয় নীতিনির্ধারণী মহলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এদিকে প্রার্থী পরিবর্তনের দাবিতে কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন পাটওয়ারীর ধানক্ষেতে রিভিউর ছবি ও ভিডিও বার্তায় বিষয়টি আরও আলোচনায় আসে।
তৃণমূলের নেতাকর্মীরাও সোশ্যাল মিডিয়ায় শান্তিপূর্ণভাবে রিভিউর দাবি জানিয়ে আসছেন, যা জেলার রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানীয় কয়েকজন নেতাকর্মী জানান, রিভিউ আবেদনের ব্যাপারে তারা অনড় অবস্থানে রয়েছেন। এখানে প্রার্থী পরিবর্তন না হলে জনক্ষোভের কারণে ভোটে দল ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মনে করেন তারা।