ইটভাটা বন্ধে অভিযান
বান্দরবানের লামা উপজেলায় ফাইতং পাগলীরআগা এলাকায় ইটভাটা বন্ধের অভিযান চালাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিক-জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকসহ বিজিবি ও পুলিশের ৯ সদস্য আহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে মানিকপুর সড়কের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবির গাড়িসহ মোট আটটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় ইটভাটার পাঁচ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় থেকে পরিচালিত স্পেশাল অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম। এ সময় আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর হাফিজ, সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ, লামা থানা ওসি তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর অংশ নেয়।
রুবায়েত আহমেদ বলেন, ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের আটজন নারী শিশুসহ ৫০ জনের অধিক আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনেরও বেশি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেককে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি তোফাজ্জেল হোসেন জানান, ঘটনাস্থল লামা সীমান্তবর্তী চকরিয়া উপজেলায় পড়েছে। ইটভাটা বিরোধী অভিযানে যাওয়া বিজিবি-পুলিশের আটটি গাড়ি ভাঙচুর এবং পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকসহ বিজিবি-পুলিশের ৯ জন সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর চকরিয়ায় মামলার প্রস্তুতি চলছে।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রেজাউল করিম জানান, হামলায় আমি নিজেও আহত। পুলিশ-বিজিবির আট সদস্য আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। আরও অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।