বগুড়ার নন্দীগ্রামে সাবেক ইউপি সদস্য ও সাবেক সেনা সদস্যসহ বিএনপির ৪৩ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ৮টায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠানে তারা এই দলবদল করেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুর রহমান, সেক্রেটারি মো. গোলাম রব্বানী, নায়েবে আামির মো. আনোয়ারুল হক বিএসসি, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীম, বায়তুল মাল সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা শিবির সভাপতি মুনিরুল ইসলাম মুনিরসহ অন্যান্য নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, ‘জামায়াতে ইসলামীর দরজা দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় মানুষের জন্য সর্বদা খোলা। এই যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও সুদৃঢ় হলো।’
জামায়াতে যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভাটগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামের নেতৃত্বে কালিশ গ্রামের সাবেক সেনা সদস্য আবু নাছের মোল্লা, ব্যবসায়ী সফিকুল ইসলাম সরদার, ব্যবসায়ী মাহবুবুর রহমান, আফজাল হোসেন প্রামাণিকসহ বিএনপির মোট ৪৩ জন নেতাকর্মী।
অনুষ্ঠান পরিচালনা করেন ভাটগ্রাম ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক কাজী আব্দুল হামিদ এবং সহ-সঞ্চালনায় ছিলেন যুব জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন।
উল্লেখ্য, এর আগে গত ২৩ অক্টোবর উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি থেকে প্রায় ৩৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।