আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার জন্য নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ প্রক্রিয়ায় সুনামগঞ্জ জেলার এসপি হিসেবে মনোনীত হয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এর কর্মকর্তা আবু বসার মোহাম্মদ জাকির হোসেন।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় নতুন এসপিরা দায়িত্ব গ্রহণ করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জসহ মোট ৬৪ জেলার নতুন এসপি নির্বাচন করা হয়েছে লটারির মাধ্যমে।
গত শনিবার (২২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচনী সময়কালে নিয়োগ ও বদলি নীতিমালা নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। পরবর্তীতে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত লটারিতে এসপি নিয়োগের বিষয়টি নির্ধারিত হয়।