বান্দরবানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস আয়োজিত দোয়া ও মোনাজাত করান স্টেডিয়াম মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ। দোয়া মাহফিলে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন তুষার।
তিনি বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আজকের এ দোয়া মাহফিল। কঠোর সংকটেও বেগম খালেদা জিয়া এ মাটিকে ছেড়ে, এই দেশকে ছেড়ে যাননি। আমাদের গর্ব, আমাদের অহংকার। তার অটুট মনোবল যেভাবে আমাদের উদ্বুদ্ধ করে, আমাদের যেভাবে সাহসী করে তোলে, আমাদের যেভাবে সামনের প্রতিকূলতাকে মোকাবিলা করার সাহস যোগায় তিনিই হলো খালেদা জিয়া। গণতন্ত্রের প্রতীক, আমাদের গণতন্ত্রের মা আমরা আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দু'হাত তুলে দোয়া করি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ন আহ্বায়ক আবিদুর রহমান, জেলা বিএনপির সদস্য সাহাদাত হোসেন জনি, সেলিম রেজা, সরোয়ার জামান, আইয়ুব খান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের সভাপতি আইনজীবী মো. আলমগীর প্রমুখ।