জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে আগামীকাল (মঙ্গলবার ২ ডিসেম্বর) বরিশালে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে ইসলামি সমমনা ৮টি দল। বরিশাল নগরীর বেলসপার্ক ময়দানে দুপুর ২টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীতে এক সংবাদ সম্মেলনে বিষয়গুলো অবহিত করেন ৮ দলের নেতারা।
৮ দলের পক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল ও ইসলামি আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সভাপতি সিরাজুল ইসলাম বলেন, জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতির পাশাপাশি নিম্ন কক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এছাড়া নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান।
তারা আরও জানান, সমাবেশে অসংখ্য মানুষের সমাগম ঘটবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।