প্রকাশিত :
০২ ডিসেম্বর ২০২৫, ৯:২৮:৩৬
ভুয়া এমবিবিএস চিকিৎসক দিয়ে দীর্ঘদিন যাবৎ অপারেশন করানোর অভিযোগ পাওয়া গেছে একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক ফিরোজ আহম্মেদকে (৪৫) সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে আটক করেছে উপজেলা প্রশাসন।
আটক ফিরোজ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিষ্ণুকাঠি এলাকার আব্দুল খালেক শেখের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে ফিরোজ আহম্মেদ বরিশালের গৌরনদী পৌর এলাকার সুন্দরদী এলাকার বেসরকারি আলহাজ নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালটিতে মাসে এক লাখ টাকা চুক্তিতে আগামী পাঁচ বছরের জন্য লিজ নিয়ে পরিচালনা করে আসছিলেন। ওই হাসপাতালেই তিনি জটিল রোগীদের অপারেশন করতেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, উপজেলা স্বাস্থ্য সেবার সমস্যাগুলো নিয়ে বেশ কিছুদিন যাবত অভিযোগ আসছে। সেই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক ফিরোজ আহম্মেদকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক করা ব্যক্তি তার নাম ফিরোজ আহম্মেদ বলে উল্লেখ করেছেন। তবে তিনি ওই হাসপাতালে ডা. আমিরুল ইসলাম নামে প্রাকটিস করতেন।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরও বলেন, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, ভুয়া চিকিৎসক হাসপাতালটিতে অনেক জটিল সার্জারি পরিচালনা করতেন। ফলে অনেক মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছেন।
তিনি বলেন, তার যে অপরাধ তাতে বড় ধরনের শাস্তি হওয়া উচিত। যে কারণে আটক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের আওতায় না এনে নিয়মিত মামলা দায়েরের জন্য গৌরনদী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
অভিযানে উপজেলা হাসপাতালের চিকিৎসক ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, আটক ব্যক্তিসহ বাকি দায়ীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আটককে আদালতে প্রেরণ করা হবে।