নওগাঁয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলার মহাদেবপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহাদেবপুর উপজেলা যুবদলের সভাপতি কাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য দোয়া ও মোনাজাত করেন। মোনাজাতে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ পরিচালনা করার সুযোগ পান।
দোয়া মাহফিলে উপজেলার ১০ ইউনিয়ন বিএনপি ও এর অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।