সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুমিল্লায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লালের উদ্যোগে নগরীর কালিয়াজুড়ি মালেকা মমতাজ বালিকা বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে কুমিল্লা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীরসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে এ দোয়া সম্পন্ন হয়।
মোনাজাতের আগে মনিরুল হক চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জীবনভর সংগ্রাম করেছেন। তার সুস্থতার জন্য দেশজুড়ে দোয়া চলছে, কুমিল্লাতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য শাহ মো. সেলিম, কুমিল্লা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গফুর ভূঁইয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন প্রমুখ।