উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। পৌষ শুরুর আগেই হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার সাধারণ জনজীবন। শীতের তীব্রতায় কর্মহীন হয়ে পড়ছে নিম্ন আয়ের দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত পাঁচদিন ধরে এ অঞ্চলের তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় চারদিক ঢেকে থাকায় দৃশ্যমানতা কমে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে উত্তরীয় হিমেল বাতাস, ফলে সর্বত্র কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। দিনের বেশিরভাগ সময় সূর্য মেঘে আচ্ছন্ন থাকায় উত্তাপ ছড়াতে পারছে না, এতে শীত আরও বেড়ে যাচ্ছে।
শীতজনিত সর্দি-কাশিতে বিশেষ করে শিশু ও বয়স্কদের আক্রান্তের হার বাড়ছে।