প্রকাশিত :
১৫ ডিসেম্বর ২০২৫, ২:১৩:০৩
বরগুনার বামনায় মো. আবদুল জলিল (৪৫) নামে এক প্রবাসীকে গলা টিপে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তার স্ত্রী নাজমা বেগম (৩৫) ও পরকীয়া প্রেমিক কাজের ছেলে আল আমিনকে (৩০) আটক করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) উপজেলার রামনা ইউনিয়নের ঘোপখালি গ্রামের নিজ বাড়িতে স্ত্রী ও পরকীয়া প্রেমিক জলিলকে গলা টিপে হত্যা করেছে বলে জানা গেছে। নিহত জলিলের সংসারে ৫ সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে প্রবাস থেকে দেশে ফেরেন আবদুল জলিল। তার অনুপস্থিতিতে দীর্ঘ পাঁচ বছর ধরে গৃহকর্মী হিসেবে বাড়িতে কাজ করা আল আমিনের সঙ্গে স্ত্রী নাজমা বেগমের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিষয়টি জলিল জানতে পারলে দাম্পত্য কলহ চরমে পৌঁছায়।
রোববার দুপুরে সুযোগ বুঝে স্ত্রী নাজমা ও প্রেমিক আল আমিন মিলে প্রথমে জলিলকে অচেতন করে, পরে গলা টিপে হত্যা করে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনার পর বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে বামনা থানায় নিয়ে আসে। আজ (সোমবার) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বামনা থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন জানান, আটক নাজমা বেগম ও আল আমিন জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের আগের দিন স্ত্রীর সঙ্গে পারিবারিক ঝগড়াঝাটি হয়। এ নিয়ে স্ত্রীকে মারধরের ঘটনাও ঘটে। সেই কারণে ক্ষুব্ধ হয়ে গৃহকর্মীকে নিয়ে স্বামীকে হত্যা করে। তবে এসব কিছু তদন্তকালে বের হয়ে আসবে।