সিরাজগঞ্জ শহরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের মামুমপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
আটক সাব্বির হোসেন মামুমপুর মহল্লার মধ্য পশ্চিমপাড়ার খোরশেদ আলমের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালক।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মামুন ইমতিয়াজ জানান, আটক যুবকের স্ত্রী স্থানীয়ভাবে খলিফার কাজ করেন। ঘটনার রাতে কাপড় শেলাইয়ের জন্য প্রতিবেশী এক নারী তার ৮ বছর বয়সী মেয়েকে নিয়ে সাব্বিরের বাড়িতে যান। এ সময় সাব্বির শিশুটিকে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়ির বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বিষয়টি জানতে পারে। পরে স্থানীয়রা সাব্বিরকে আটক করে রাখে।
তিনি আরও জানান, জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পেশায় অটোভ্যান চালক ওই যুবককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।