জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক অভিযানে ৫৭ বোতল ভারতীয় মদসহ এক ইউপি সদস্য গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বাঘারচর বিওপির একটি টহল দল ওই ব্যক্তিকে মদসহ আটক করে। আটক ব্যক্তি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সদস্য বলে জানা যায়।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তি জিয়ারুল ইসলাম। তিনি রৌমারী সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর বিওপিতে দায়িত্বরত বিজিবির একটি দল রৌমারী থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বাসের ভেতর থেকে ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে জিয়ারুল ইসলামকে আটক করে দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ জানান, ভারতীয় মদসহ আটক জিয়ারুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।