আপডেট :
১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮:১৬
রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক হাজরা জাহিদুল ইসলাম বাবলুর (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে।
এর আগে ৯৯৯ এ ফোন পেয়ে দুপুরের দিকে রাজধানীর পল্টন এলাকার বিজয়নগর আবাসিক হোটেলের তিনতলার ৩২৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে তিনি ওই হোটেলে উঠেছিলেন।
হাজরা শহিদুল ইসলাম বাবলু বাগেরহাট জেলার কচুয়া উপজেলা সদরের মৃত আকবর আলী হাজরা ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। গত দ্বাদশ সংসদ নির্বাচনে বাগেরহাটের-২ আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, হাজরা শহিদুল ইসলাম হোটেলের কক্ষের বাথরুমে পড়ে ছিলেন। হোটেল কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসলে, তারা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাজরা শহিদুল ইসলাম এর আগে একবার হার্ট অ্যাটাক করেছিলেন। তার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
হাজরা শহিদুল ইসলামের নিকট আত্মীয় মো. শাহিন জানান, বুধবার দুপুরে পার্টি অফিসে মিটিং শেষ করে ওই হোটেলে আসেন শহিদুল ইসলাম। রাত আটটার পর থেকে আর কেউ তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে পারছিলেন না। বৃহস্পতিবার সকালেও যোগাযোগ করতে না পেরে, বাগেরহাট থেকে ঢাকায় যাওয়া অন্য জাতীয় পার্টির নেতাদের জানানো হয়।
তারা হোটেলে গিয়ে, হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে কক্ষ খুলে তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে। তার মরদেহ কচুয়ায় নিয়ে আসার প্রস্তুতি চলছে। শুক্রবার জুমার নামাজ শেষে তার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে, তার মৃত্যুতে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুহম্মদ নুরুল হুদা নুর হাদিসহ জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।