প্রকাশিত :
১৯ ডিসেম্বর ২০২৫, ৩:৪৫:৫৩
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি দেওয়া পোস্ট ডিলিট করে আইডি হ্যাক হওয়ার দাবি করেছেন পোস্টকারি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে রুপক নন্দী নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে হান্নান মাসুদকে নিষিদ্ধ করাসহ খারাপ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়। পরে পোস্টটি ডিলিট করে আইডি হ্যাক হওয়ার দাবি করে আরেকটি স্ট্যাটাস দেন পোস্টকারি।
পোস্টে দাবি করা হয়, দুঃখজনক হলেও এটাই সত্যি যে গতকাল রাত থেকে আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে। আইডি হ্যাক হওয়ার পর কিছু বিভ্রান্তিমূলক ও উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়েছিল। জানার পর আইডি ঠিক করে পোস্টগুলো ডিলিট করে দিয়েছি। আব্দুল হান্নান মাসউদের সাথে আমার ব্যক্তিগত কোন মতবিরোধ নেই।
স্থানীয়দের থেকে জানা যায়, হাতিয়া উপজেলার চরইশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ সরকার সম্প্রতি একটি রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এ নিয়ে এনসিপি প্রার্থী হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়। সম্প্রতি আব্দুল হালিম আজাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার গুঞ্জন শুরু হলে তার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে হান্নান মাসউদকে হুমকি দেওয়া শুরু করেন। রুপক নন্দী আব্দুল হালিম আজাদেরই একজন সমর্থক বলে জানা যায়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে এনসিপির হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক সামছল তিব্রীজ জানান, শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি দেওয়ার ঘটনায় হাতিয়া থানায় জিডি করা হয়েছে। হুমকিদাতা আইডি হ্যাক হওয়ার দাবি করে যে স্ট্যাটাস দিয়েছেন তা নিয়ে এনসিপি প্রার্থীর সাথে আলোচনা করা হবে।
এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, ফেসবুকে হুমকির ঘটনায় থানায় জিডি হয়েছে। আইডি হ্যাক হওয়ার দাবি করে পোস্টকারি যে স্ট্যাটাস দিয়েছেন তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেব।