প্রকাশিত :
২১ ডিসেম্বর ২০২৫, ১:৪২:৩৯
লালমনিরহাটের পাটগ্রামে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যকে আটক করেছে বিজিবি। আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি বিএসএফ ১৪৭ ব্যাটালিয়নের অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্য।
রোববার (২১ডিসেম্বর) ভোরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোপোতা ডাংগারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, বিজিবির আঙ্গরপোতা বিওপির টহলদল তাকে দ্রুত আটক করে এবং ক্যাম্পে নিয়ে যায়। আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজিবি আরও জানিয়েছে, ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে এবং আটক বিএসএফ সদস্যকে নিয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসী জানান, ভারত ও বাংলাদেশে যৌথ গরু পারাপারকারী দল ডাংগারপাড়া সীমান্তে এলাকায় জড়ো হয়। তাদের দেখে বিএসএফ ১৪৭ ব্যাটালিয়নের অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্যরা তাড়া করে। ঘন কুয়াশায় ‘পথ ভুল করে’ বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে একটি বাড়িতে প্রবেশ করে বেদ প্রকাশ। পরে বিজিবি আঙ্গোরপোতা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। এছাড়াও তার কাছ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে বিজিবি।
এ ঘটনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।
দহগ্রামের বাসিন্দা রেজানুর রহমান রেজা বলেন, দহগ্রাম সীমান্তঘেঁষা হওয়ায় বিএসএফ প্রায়ই উসকানিমূলক কর্মকাণ্ড করে থাকে। এর আগে ২০১৪ সালের নতুন চুক্তির দোহাইয়ে নোম্যান্সল্যান্ডে কাটাতারের বেড়া দেয়, আবার সেই বেড়ায় বড় বড় মদের বোতল ঝুলিয়েও রেখেছিল।
বিজিবি ৫১ ব্যাটালিয়নের আঙ্গরপোতা ক্যাম্প সুবেদার আইয়ুব আলী ও সেক্টর কমান্ডার লে. কর্নেল সেলিম আল দীন জানান, বিএসএফের উচ্চপদস্থদের সঙ্গে যোগাযোগ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।