দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকার পর পুনরায় গ্যাস সংযোগে উৎপাদনে ফিরেছে উপমহাদেশের বৃহত্তম দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি এলাকায় অবস্থিত কারখানাটিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে পূর্ণমাত্রায় উৎপাদন কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন।
কারখানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) যমুনা সারকারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে নেয়। এর ফলে তাৎক্ষণিকভাবে উৎপাদন বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে কারখানাটি অচল অবস্থায় পড়ে থাকে। উৎপাদন বন্ধ থাকায় একদিকে যেমন জাতীয় সার সরবরাহে নেতিবাচক প্রভাব পড়ে, তেমনি কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতেও বিরূপ প্রভাব সৃষ্টি হয়।
দেলোয়ার হোসেন জানান, দীর্ঘ আলোচনা ও প্রক্রিয়া শেষে চলতি বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কারখানাটিতে পুনরায় গ্যাস সংযোগ দিয়েছে। গ্যাস সরবরাহ নিশ্চিত হওয়ার পরপরই কারখানা কর্তৃপক্ষ উৎপাদন শুরুর প্রস্তুতি গ্রহণ করে।
তিনি আরও জানান, দীর্ঘ সময় বন্ধ থাকায় কারখানার বিভিন্ন ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসব ত্রুটি ধাপে ধাপে মেরামত ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। সব ধরনের প্রস্তুতি শেষ করে আজ মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে পরীক্ষামূলকভাবে উৎপাদন চালু করা হয়। পরে বিকেল পাঁচটার দিকে কারখানাটি পূর্ণমাত্রায় উৎপাদনে ফিরে আসে।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত যমুনা সারকারখানা দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রতিষ্ঠানটির দৈনিক উৎপাদন ক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন। বর্তমানে কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৪ লাখ ২০ হাজার মেট্রিক টন। উৎপাদন পুনরায় শুরু হওয়ায় কৃষকদের মধ্যে সার সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা সংশ্লিষ্টদের।