নওগাঁয় বৃষ্টির মত ঝড়ছে কুয়াশা। তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় বৃদ্ধি পেতে শুরু করেছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। এর ফলে প্রাণীকুলে নেমেছে কুয়াশা বিপর্যয়।
বুধবার (২৪ ডিসেম্বর) বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের তথ্যমতে সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় ১ ডিগ্রি নিম্নমুখী।
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, বেশ কিছুদিন থেকেই জেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে।দুপুরের শেষ বেলায় সুর্যের দেখা মিললেও অর্ধেক বেলা দেখা মিলছে না সূর্যের। সকাল থেকেই ঘন কুয়াশায় আবৃত চারদিক। এর ফলে বৃষ্টির মত ঝড়ছে কুয়াশা। যার কারণে বাড়ছে ঠান্ডাজনিত নানান রোগবালাই। খুব প্রয়োজন ছাড়া সকালে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ।
এদিকে শীতে দুর্ভোগে থাকা মানুষেরা জানিয়েছেন, কাজে বের হতে হলে ঠান্ডা শীত উপেক্ষা করে তারা কর্মক্ষেত্রে যাচ্ছেন। প্রতি বছর এমন সময় তারা শীতবস্ত্র পেয়ে থাকলেও এ বছর কিছুই পাননি তারা। সরকার ও বিত্তশালীদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন শীত বস্ত্রের জন্য।