শীত জেঁকে বসেছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে। ভোর রাত থেকে অনেক বেলা পর্যন্ত তাপমাত্রা কম থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বিকেলের পর থেকেই বেড়ে যায় শীতের প্রকোপ, এর সঙ্গে যোগ হয়েছে হালকা হিমেল বাতাস। ফলে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। গত কয়েকদিন ধরেই জেলায় এমন শীতের অনুভূতি হচ্ছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে এ বছরের সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতেও বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ। সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।
এ বিষয়ে শহরের রিকশাচালক আবু তাহের বলেন, তীব্র ঠান্ডার কারণে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। এ বছর আজকেই সবচেয়ে বেশি শীত মনে হচ্ছে। কুয়াশা এমন পড়ছে যেন বৃষ্টি হচ্ছে। তারপরও পেটের দায়ে কাজ করতেই হচ্ছে।
শহরের মুদি দোকানদার সুজন সেখ জানান, ঠান্ডা আর হালকা বাতাসে হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে মনে হচ্ছে সামনে শীত আরও বাড়বে।
সিরাজগঞ্জের তাড়াশ আবহাওয়া আঞ্চলিক পর্যবেক্ষক অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, আজ সর্বনিম্ন ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন এরকম আবহাওয়া থাকতে পারে।