জামালপুরের মাদারগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ ও রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন রুমন খান নামে এক নেতা।
তিনি এনসিপির অঙ্গ সংগঠন ‘জাতীয় যুব শক্তি’ জামালপুর জেলা শাখার সংগঠক এবং উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দিকপাড়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে রুমন খান পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে রুমন খান উল্লেখ করেন, ‘আমি মো. রুমন খান, যুবশক্তি সংগঠনের একজন সংগঠক হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত ও অনিবার্য কিছু কারণের জন্য বর্তমান সময়ে আমার পক্ষে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, আমি আজকের তারিখ থেকে যুবশক্তি সংগঠনের সংগঠক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম। আমার এই পদত্যাগপত্র গ্রহণ করে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’
গত ১৬ অক্টোবর জামালপুর জেলা জাতীয় যুব শক্তির ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। ওই কমিটিতে সংগঠক হিসেবে দায়িত্ব পাওয়ার মাত্র তিন মাসের মাথায় তিনি রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিলেন।