ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় মানিকগঞ্জের দুটি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও রাত ৯টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুট বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় রাত ৯টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হবে। কুয়াশার কবলে পড়ে মাঝ নদীতে হামিদুর রহমান নামের একটি ফেরি নোঙর করে রয়েছে।
এ ছাড়া বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সালাম হোসেন জানান, ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও ঢাকা নামের দুটি ফেরি মাঝনদীতে নোঙর করে আছে। এ নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ১৪ টি ফেরি চলাচল করছে। উভয় ঘাটে যানবাহনগুলো সিরিয়ালে আছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হবে।