সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে মাংস ঢাকায় পাচারের চেষ্টাকালে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাংস পরিবহনের সঙ্গে জড়িত গাড়িচালককেও দণ্ড দেওয়া হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলার মেঘাই ২য় ঘাট সংলগ্ন যমুনা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ঘোড়ার মাংস পরিবহনের সঙ্গে জড়িত জাইদুল নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জানা গেছে, জাইদুলের গ্রামের বাড়ি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে। তার বাবার নাম মোয়াজ্জেম হোসেন।
মোবাইল কোর্টে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় জাইদুলকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মাংস পরিবহনকারী গাড়ির চালক মো. তারেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান উপস্থিত ছিলেন। এছাড়া কাজিপুর থানা পুলিশের একটি মোবাইল টিম অভিযানে সহযোগিতা করেন।
অভিযান শেষে জব্দ করা ঘোড়ার মাংস জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অবৈধ পশু জবাই ও মাংস পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।