জামালপুরে নবগঠিত পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছেন পদবঞ্চিতরা। এসময় শনিবার (২৭ ডিসেম্বর) সকালে অর্ধদিবস হরতালের ডাক দেন তারা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা শহরের গেটপাড় এলাকা থেকে একটি মশাল মিছিল শুরু করে বুড়ির দোকান মোড়ে এসে মিছিলটি শেষ করেন। এসময় মিছিল থেকে ককটেল বিষ্ফোরণের শব্দ পাওয়া যায়, এতে আতঙ্কিত হয়ে পড়ে শহরবাসী।
বিক্ষুব্ধদের দাবি, নবগঠিত পৌর ছাত্রদলের কমিটিতে এমন অনেক আছে যারা ছাত্র নয়। এছাড়া ত্যাগী নেতাদের বাদ রেখে আওয়ামী লীগের দোসরদের নিয়ে পকেট কমিটি করা হয়েছে।
ছাত্র সমাজ এই কমিটিকে প্রত্যাক্ষান করেছে। এই কমিটি গুলো বাতিল করে নতুন কমিটির দাবি করেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা।