ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের স্লিপার কেটে ফেলার ঘটনায় জামালপুর থেকে ঢাকাগামী ট্রেন চলাচলে ভয়াবহ শিডিউল বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এতে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। হঠাৎ এই পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জামালপুর রেলওয়ে স্টেশন কর্মকর্তা আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, ময়মনসিংহের গফরগাঁও এলাকায় চলমান আন্দোলনের কারণে কয়েকদিন ধরেই জামালপুর-ময়মনসিংহ রুটে ঢাকাগামী ট্রেনগুলোর সময়সূচিতে বিপর্যয় ঘটছিল। সোমবার দুর্বৃত্তরা রেললাইনের গুরুত্বপূর্ণ অংশের স্লিপার কেটে ফেলায় নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়।
নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে জামালপুর কমিউটার, অগ্নিবীণা এক্সপ্রেস, বলাকা কমিউটার এবং মহুয়া কমিউটার ট্রেনের যাত্রা সাময়িকভাবে বাতিল করা হয়।
এদিকে জামালপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। অনেকে বাধ্য হয়ে বিকল্প যানবাহনের সন্ধানে স্টেশন ত্যাগ করলেও অধিকাংশ যাত্রী অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে পড়েন।
জামালপুর রেলওয়ে স্টেশন কর্মকর্তা আক্তার হোসেন বলেন, গফরগাঁওয়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় জামালপুর থেকে ঢাকাগামী সব আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জামালপুর–ময়মনসিংহ রুটে ভৈরব হয়ে সীমিত পরিসরে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করা হয়েছে। রেললাইন মেরামতের কাজ শেষ হলে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।