ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক মাইগ্রেন্ট ফাউন্ডেশনের মহাসচিব ও মানবাধিকার নেতা এস এম হুমায়ুন পাটওয়ারী।
মনোনয়ন দাখিলের পর তিনি সাংবাদিকদের জানান, ফেনী-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পর্যন্ত পরিবর্তনের সুযোগ রয়েছে।
যদিও ইতিমধ্যে ফেনীর বয়োজৈষ্ঠ্য নেতা জয়নাল আবেদিন ভিপিকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে তার বার্ধক্যজনিত অসুস্থতা ও গত ১৮ বছর দলে নিস্ক্রিয়তা আমলে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন হুমায়ুন পাটওয়ারী।
তিনি আরও বলেন, ‘দল পুণবিবেচনার চুড়ান্ত সিদ্ধান্ত নিলে আমার ক্লিন ইমেজ, দলের প্রতি লয়ালটি, মানবিক কার্যক্রম ও আন্তর্জাতিক পরিচিতি বিবেচনা করে আমাকে ফেনী-২ আসনের মনোনয়ন দেবে।’
হুমায়ুন পাটওয়ারী বলেন, ‘বিএনপির প্রার্থী হিসেবে আমি বিশ্বাস করি, আমার প্রিয় ফেনীবাসী আমার ওপর আস্থা রাখবে। ফেনী-২ আসনের জনগণের সমর্থন নিয়ে আমি নির্বাচনে জয়ী হবো ইনশাআল্লাহ।’
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন তিনি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ এবং শারিরীক ও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুযোগ দিলে ফেনীর আমুল পরিবর্তনে তার গৃহিত ১৪ দফা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলেও অঙ্গীকার করেন তিনি।