সিএনজি-নসিমন সংঘর্ষ
ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে সিএনজি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে শিশু আব্দুল্লাহ (৪ মাস) নিহত হয়েছে। এছাড়া শিশুর মাসহ আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বুড়ির মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মঞ্জুরুল আলমের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে ভোলা সদর থেকে দ্রুতগতির একটি সিএনজি যাত্রী নিয়ে ইলিশা লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে একটি নসিমন সদরের দিকে আসছিল। বুড়ির মসজিদ এলাকায় পৌছালে দুটি যানের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় সিএনজিটি৷
এ সময় সিএনজিতে থাকা এক নারী শিশুসহ তিনজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন ভোলা সদর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশের একটি টিম গিয়েছে। চালকদের পাওয়া যায়নি। শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।