নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ২২২ পিস ইয়াবা, একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার আসামীর নাম মোহাম্মদ শরীফ হোসেন (৩৩)। তিনি মাদক ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (০৫ জানুয়ারি) দুপুর দেড়টায় ফতুল্লা থানাধীন দরগা বাড়ি মসজিদ রোড এলাকার নিজ বাড়ি থেকে শরীফকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান। তার নেতৃত্বে গঠিত একটি চৌকস দল অভিযান চালায়।
গ্রেপ্তার হওয়া শরীফ দীর্ঘদিন ধরে ফতুল্লা ও আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদক কারবারের পাশাপাশি সে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করত বলে অভিযোগ রয়েছে।
শরীফের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।